নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদ-প্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসান অমি ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব পালন করে বলে জানিয়েছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত এই ইউনিটের প্রধান দাবি করেন, জঙ্গিদের টার্গেট ছিল আদালতে হাজিরা দিতে আসা ১২ জঙ্গির মধ্যে চারজনকে ছিনিয়ে নেয়া।
মেহেদী হাসান অমি আনসার আল ইসলামের শীর্ষ নেতা ও বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে সমন্বয় করে সংগঠনের জন্য কর্মী সংগ্রহ করতো বলেও জানান সিটিটিসি প্রধান।
সংগঠনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে ২০শে নভেম্বর গ্রেপ্তার মেহেদী হাসান অমি ওরফে রাফি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি আসামিদের ছিনতাইয়ের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি আসামিদের পলায়নে সহযোগিতা করে।
গ্রেপ্তার মেহেদী হাসান অমি ওরফে রাফির বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে মোহাম্মদপুর, সূত্রাপুর এবং বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তিনটি মামলা হয়। এছাড়াও ২০১০ এবং ২০১২ সালে সিলেট কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে
FR/Bodiar