‘বঙ্গবন্ধু শিক্ষাকে গণমুখী এবং অবৈতনিক করেছিলেন’

প্রকাশিত: ২৪-১১-২০২২ ২০:০৬

আপডেট: ২৪-১১-২০২২ ২০:০৬

নিজস্ব প্রতিবেদক: আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জন নয় একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে গণমুখী এবং অবৈতনিক করার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও সোনার বাংলা গড়ার হাতিয়ার এবং সোনার মানুষ গড়ে তোলার জন্য একটি শিক্ষা নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, এইএমসি এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অডির্নেটের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ১০৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে অতীশ দীপঙ্কর হচ্ছে গর্বিত একটি প্রতিষ্ঠান বলেও জানান তিনি। 

দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, নাটক ও কৌতুকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। 

 

Raz/Bodiar