আন্তর্জাতিক ডেস্ক: চীনে নতুন করে একদিনে ৩১ হাজার ৪৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে করোনা অতিমারি শুরুর পর এখন পর্যন্ত সর্বোচ্চ।
করোনাভাইরাস নির্মূলে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছিল চীন। কঠোর লকডাউন করে শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারলেও সাম্প্রতিক সপ্তাহগুলো দেশটিতে শনাক্ত বাড়ছে।
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার (২৩শে নভেম্বর) মৃত্যু হয়েছে একজনের।
এ বিষয়ে চীনের জাতীয় স্বাস্থ্য ব্যুরো বলছে, আক্রান্তদের মধ্যে সাড়ে ২৭ হাজার জনের কোন উপসর্গ ছিল না। এর আগে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছিলে গত ১৩ই এপ্রিল। ওই দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৩১৭ জন।
এদিকে, নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের করোনা পরীক্ষা ও আইসোলেশনে রাখার নির্দেশনা দিয়েছে দেশটি।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় চার লাখ।
SAI/Bodiar