সুনামগঞ্জ সংবাদদাতা: প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার (২৫শে নভেম্বর) রাতে এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুজাউল কবির।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।
এর আগে বিকেলে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে এক বৈঠক করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় জেলা প্রশাসক পরিবহন শ্রমিকদের আশ্বস্ত করেন বাস টার্মিনালটি সংস্কারের বিষয়ে শিগগিরই সকলকে নিয়ে বসে আলোচনা করে পরিকল্পনা করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ধর্মঘট নিয়ে বিকেলে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক হয়। তারা কিছু দাবি জানিয়েছেন। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে আমরা সেগুলো বাস্তবায়ন করবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে রাখায় তিনটি বাসকে জরিমানা করে পুলিশ। এরপরই কর্মবিরতির ডাক দেয় পরিবহন শ্রমিকরা। পাশাপাশি হয়রানি বন্ধ না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রমিক নেতারা।
Adnan/Bodiar