আন্তর্জাতিক ডেস্ক: শিগগিরই মা হতে চলেছেন সফটওয়্যার প্রস্তুতকারী জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের মেয়ে জেনিফার গেটস (২৬)। জেনিফার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন জেনিফার। যাতে তাকে দেখা গেছে স্বামী নায়েল নাসারের (৩১) সঙ্গে ঘনিষ্ট অবস্থায় বসে থাকতে। ছবির ক্যাপশনে লিখেছেন ‘কৃতজ্ঞ’।
মেয়ের ছবিতে বিল গেটস অবশ্য কোনো মন্তব্য না করলেও মা মেলিন্ডা কমেন্ট সেকশনে বলেছেন, ‘অনাগত বাচ্চার সঙ্গে সাক্ষাৎ এবং অভিভাবক হিসেবে তোমাদের দু’জনকে দেখার জন্য এর চেয়ে আনন্দময়, উত্তেজনাকর কোনো কিছু আর হবে না।’
এদিকে এই সংবাদ ইনস্টাগ্রামে শেয়ার করার পর রীতিমতো শুভেচ্ছা বন্যায় ভাসছেন জেনিফার গেটস।
জেনিফার গেটসের স্বামী নায়েল নাসার মিসরীয় বংশোদ্ভূত এবং পেশায় একজন অশ্বারোহী ও অশ্বারোহন প্রশিক্ষক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার জেলার নর্থ সালেম শহরে ১৪২ একরের একটি বাগানবাড়ি আছে বিল-মেলিন্ডা দম্পতির। সেখানেই ২০২১ সালের ২১শে অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার ও নায়েল।
FR/sharif