বাঁচা-মরার লড়াইয়ে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

প্রকাশিত: ২৬-১১-২০২২ ১০:০৬

আপডেট: ২৬-১১-২০২২ ১০:০৬

ক্রীড়া ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে আজ শনিবার (২৬শে নভেম্বর) মেক্সিকোর মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ফুরফুরে মেজাজে বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থেকে শুরু করেছিল বিশ্বকাপ। কিন্তু শুরুর ম্যাচে বড় অঘটনের জন্ম হয়। সৌদি আরবের কাছে হেরে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতেই বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা লাগে লিওনেল স্কালোনির দলের। 

প্রথম ম্যাচ হেরেই সব হিসেব-নিকেশ উল্টে গেছে। এখন নকআউট পর্বে যেতে হলে পরের ম্যাচগুলোতে জয় পেতে হবে। গ্রুপে আজ দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। অবশ্য ড্র করলেও সুযোগ থাকবে মেসিদেও কাছে। তবে সেখানে মেলাতে হবে নানা সমীকরণ।

তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না আর্জেন্টাইন কোচ স্কালোনি। যেকোনো মূল্যে জয় ছিনিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অবশ্য ছেড়ে কথা বলবে না মেক্সিকোও। প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র করা দলটি অধাজ আর্জেন্টিনাকে হারিয়ে নকআউট নিশ্চিত করতে চাইবে।

আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে মেক্সিকোর বিপক্ষে তাদেও অতীত ইতিহাসও। কারণ বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কখনোই হারেনি আলবিসেলেস্তেরা। দুই দলের ৪৫ দেখায় ১৬ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৫ ম্যাচ জিতেছে মেক্সিকো আর বাকি ১৪ ম্যাচে ফলাফল হয়নি। তবে বিশ্বকাপে তিনবারের দেখায় তিনবারই জয় পেয়েছে আর্জেন্টিনা।

rocky/sharif