নিজস্ব প্রতিবেদক: আলোচনার মাধ্যমে জাতীয় পার্টির মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান করা হবে বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এজন্য দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বৈঠক করার কথাও জানান তিনি।
বিএনপির সাথে কোন জোটে যাওয়ার বিষয়টিও নাকচ করেন রওশন এরশাদ। তিনি বলেন, বিএনপির সময় জাপা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, আমি ও আমার নাবালক সন্তানসহ দলের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছিলেন। তখন আমাদের জনসভাও করতে দেওয়া হয়নি।
আজ (রোববার) দুপুরে থাইল্যান্ড থেকে দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রওশন এরশাদ জানান, দলের ঐক্য বজায় রাখতে জাপাকে বিভক্ত করার কোনো ইচ্ছা নেই। যাদের সম্প্রতি দল থেকে বহিস্কার করা হয়েছে, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এবং দলের বহিষ্কৃত নেতা মসিউর রহমান, জিয়াউল হক, গোলাম মসীহসহ অন্যান্য নেতাকর্মীরা।
LGR/shimul