রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

প্রকাশিত: ২৭-১১-২০২২ ১৮:০৫

আপডেট: ২৭-১১-২০২২ ১৮:২২

বান্দরবান সংবাদদাতা: আরেক দফায় বাড়ানো হয়েছে বান্দরবানে ভ্রমণের নিষেধাজ্ঞা। আরও সাতদিন বাড়িয়ে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার (২৭শে নভেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের এই দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩শে অক্টোবর সন্ধ্যা থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েকদফায় বাড়িয়ে ১৬ই নভেম্বর পর্যন্ত করা হয়।

থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ফের বাড়ানো হয়েছে। চৌঠা ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে অন্য উপজেলায় ভ্রমণ করা যাবে।

Mustafiz/sharif