আরপিও সংশোধনে সরকারকে আবারো ইসির চিঠি

প্রকাশিত: ২৭-১১-২০২২ ১৮:২১

আপডেট: ২৭-১১-২০২২ ১৮:২১

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে সরকারকে আবারো চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে দ্রুত সরকারের অবস্থান জানানো উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ বোববার (২৭শে নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরপিও সংশোধন নিয়ে বার বার চিঠি দিয়েও আইন মন্ত্রণালয়ের কোনো সাড়া না পাওয়ায় শেষবারের মতো চিঠি দেয়া হয়েছে। এতে আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দেয়া হয়েছে বলে জানান সিইসি। নির্ধারিত সময়ের মধ্যে আরপিও’র বিষয়ে সরকার সিদ্ধান্ত না জানালে আর কোন চিঠি দেয়া হবে না বলেও জানান তিনি।  

তিনি বলেন, আইন তো আর কমিশন সরকার না, করবে পার্লামেন্ট ও সরকার। তারা যে প্রস্তাব দিয়েছেন, সেটির বিপরীতে সরকার অবশ্যই মনে করতে পারে এর যুক্তি নেই, তাহলে তারাও পরবর্তী পদক্ষেপ নেবেনে। কিন্তু একটি জবাব তো দিতে হবে।

সিইসি বলেন, ‘আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার (বিষয়) পারসিউ করতে পারব না। এ জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। যদি আর কোনো রেসপন্স না হয় আমরা অন্য কাজে মনোনিবেশ করব। এ বিষয়টা নিয়ে হয়তো আমাদেরকে আর পারসিউ করতে হবে না।’

Azmi/sharif