ব্রাজিল ভক্তদের সুখবর দিলেন নেইমার

প্রকাশিত: ২৭-১১-২০২২ ১৮:৩১

আপডেট: ২৭-১১-২০২২ ১৮:৩১

ক্রীড়া ডেস্ক: ব্রাজিল ভক্তদের জন্য দারুণ এক সুখবর দিলেন নেইমার। ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বের ম্যাচে খেলার শঙ্কায় থাকা নেইমার জানালেন তার ইনজুরি উন্নতির দিকে। আজ রোববার (২৭শে নভেম¦র) নেইমার তার ইনস্টাগ্রামে এক ছবি দিয়ে জানিয়েছেন, তার পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দলের জন্য এবং ভক্তদের জন্য বড় সুখবর। নেইমারের গোড়ালি মচকে গেছে। যে কারণে তার পায়ের পুরো পাতা ফুলে যায়। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে ব্রাজিলের নাম্বার টেন লিখেছেন, ‘দেখা যাক।’ 

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। কিন্তু ওই জয় মন খুলে উদযাপন করতে পারেননি দলটির খেলোয়াড়রা। কারণ ম্যাচ শেষ হওয়ার আগেই পুরো শিবিরে নেইমারের ইনজুরি শঙ্কা ভর করেছিল। 

নেইমারের ইনজুরি নিয়ে বলা হয়েছিল, সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে। সেটাও খুব ক্ষীণ। ওই সম্ভাবনার পালেই যেন কিছুটা হাওয়া দিলেন নেইমার। আন্তর্জাতিক বেশকিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, নেইমার ক্যামেরুনের বিপক্ষে পুরোটা না খেললেও অন্তত কিছু সময় খেলবেন।

Mustafiz/sharif