নারায়ণগঞ্জ সংবাদদাতা : আগামী কয়েকমাস বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করা হবে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলার আহবান জানিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ রোববার (২৭শে নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল, সদ্য বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন সহ আরও অনেকেই। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের কর্মকর্তারা।
afroza/sharif