ক্রীড়া ডেস্ক: ইনজুরিতে বিপর্যস্ত ব্রাজিল। বিশ^কাপের আগেই ইনজুরির কারণে দলের সেরা দুই তারকাকে স্কোয়াডে রাখতে পারেননি কোচ তিতে। বিশ^কাপ অভিযানের প্রথম ম্যাচ খেলেই ছিটকে গেছেন আরো দুইজন। দ্বিতীয় ম্যাচের ঠিক আগমুহূর্তে আবারো চোট হানা দিয়েছে ব্রাজিল দলে।
নেইমার জুনিয়র ও দানিলোর পর এবার চোটে পড়েছেন উইঙ্গার লুকাস পাকুইতা। রয়টার্সেও খবর অনুযায়ী, অনুশীলনের সময় চোট পেয়েছেন প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা এ তারকা। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত তিনি।
এ বিষয়ে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘আমরা এরই মধ্যে ব্যাপারটা ঠিক করে ফেলেছি, কিন্তু ম্যাচের আগে এ নিয়ে কথা বলব না।’
পাকুইতা খেলতে না পারলে তার বদলি হিসেবে নামানো হতে পারে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রদ্রিগোকে।
দানিলোর জায়গায় আরেক রিয়াল মাদ্রিদ ফুটবলার এদের মিলিতাও খেলবেন। তিতের পরিকল্পনায় আছেন অভিজ্ঞ দানি আলভেজও। তবে নেইমারের জায়গায় কাকে খেলানো হবে তা প্রকাশ করেননি ব্রাজিল কোচ।
এদিকে, তিতে আশাবাদী নেইমার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, আশা করি নেইমার আর দানিলো, দুজনই আবার বিশ্বকাপে মাঠে নামতে পারবে।
rocky/sharif