নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র পাশাপাশি এখন থেকে বিশেষ প্রয়োজনে সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেল, গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে। এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশের সংশোধনীর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এছাড়া, জ্বালানি সংকট নিরসনে বেসরকারিভাবে জ্বালানি আমদানি করার সুযোগ দেয়ার চিন্তাও করছে সরকার। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে জ্বালানি বিভাগকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
KFA/sat