নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ ধারাবাহিক উন্নয়নের পথে রয়েছে।
সোমবার (২৮শে নভেম্বর) রাজধানীর ব্রাক ইন সেন্টারে প্রতিবন্ধীদের উন্নয়নে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন-ডিআরআরএ আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতি নিয়ে কিছুটা চাপে থাকলেও শিগগিরই তা থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে।
rocky/sat