নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকার সমাবেশ শান্তিপূর্ণ করতে আওয়ামী লীগ কোনো বাধা দেবে না, বরং সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৮নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাতে সুষ্ঠুভাবে তাদের সম্মেলন আয়োজন করতে পারে, সেজন্য ছাত্রলীগের সম্মেলন দু’দিন এগিয়ে ৬ই ডিসেম্বর আনা হয়েছে। তবে, আগুন সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়ে দেয়নি। দেশের মানুষকে সঙ্গে নিয়েই নৈরাজ্য প্রতিহত করা হবে।
বিএনপিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উসকানি না দিতেও আহ্বান জানান ওবায়দুল কাদের।
MBK/sat