নিজস্ব প্রতিবেদক: এ যেন অদম্য ইচ্ছাশক্তির বিজয়। ৫০ বছর বয়সে এসে এসএসসি পাস করলেন মো. আব্দুল মতিন মহসিন নামে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক ব্যক্তি। সোমবার (২৮শে নভেম্বর) প্রকাশিত এসএসসির ফলাফলে কম্পিউটার ট্রেডে কারিগরি বিভাগ থেকে জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
মো. আব্দুল মতিন মহসিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখরিয়া গ্রামের মৃত জোমশের আলী ভূঁইয়ার ছেলে। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে অলিভা আক্তার মায়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিভাগে অনার্স ও মাস্টার্সে এ ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত।
আব্দুল মতিন মহসিন বলেন, ‘পারিবারিক নানান জটিলতা ও অভাব অনটনের পড়াশোনা হয়নি। মেয়ে অ্যাওয়ার্ড পাওয়ার পরই নিজেকে ছোট মনে হতো। মনে হতো মেয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে আর বাবা হয়ে আমি এসএসসি পাসটিও করতে পারিনি। তখনই চিন্তা করলাম আবার পড়াশোনা শুরু করার। প্রথমদিকে পরিবার আপত্তি জানালেও পরে তারা মেনে নেন।’
তিনি বলেন, ‘নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতাম। আমার মেয়েও সাহায্য করতো। শিক্ষক এবং পরিবারের সহযোগিতায় আজ পাস করলাম। এখন ইচ্ছে আরো পড়াশোনা করার, উচ্চতর ডিগ্রি নেয়ার।’
নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, ‘আব্দুল মতিন মহসিনের পড়াশোনার আগ্রহ আমাদেও অবাক করেছে। সে কৃতিত্বেও সাথে পাস করায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী থেকে শুরু করে সবাই খুশি। আমি চাইবো মহসিন আগামীতেও তার পড়াশোনা চালিয়ে যাক।’
আব্দুল মতিন মহসিনের স্বজন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মিঠুন মোস্তাফিজ জানান, জীবনের সঙ্গে সংগ্রাম করে আজ এ সাফল্য পেয়েছেন তিনি।
rocky/sat