পিয়াস মাহমুদ: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে সমর্থকরা। ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ে মাঝরাতেও রাজধানীতে হয় জয়োল্লাস আর আনন্দ মিছিল। দলবেধে খেলা দেখা সমর্থকদের মনে আশা ২০ বছর পর আবারও বিশ্বকাপ জিতবে প্রিয় দল ব্রাজিল।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলা। তবে তারও অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠের বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয় হাজারো সমর্থক।
খেলার প্রথমার্ধ তেমন একটা না জমলেও দ্বিতীয়ার্ধে চলে টান টান উত্তেজনা। ব্রাজিলের বারংবার আক্রমণে সমর্থকদের চিৎকারে কেপে ওঠে গোটা এলাকা। ভিনিসিয়ুস জুনিয়র একটি গোল পেলেও অফসাইডে তা বাতিল হওয়ায় হতাশ হতে হয় ব্রাজিলভক্তদের।
তবে সেই হতাশায় বেশিক্ষণ থাকতে হয়নি। ৮৩ মিনিটে ক্যাসেমিরোর গোলে উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। শেষ পর্যন্ত ক্যাসেমিরো ম্যাজিকেই জয়ের দেখা পায় ব্রাজিল। এই জয়ে লাতিন আমেরিকার দলটির দ্বিতীয় পর্বে খেলাও নিশ্চিত হয়েছে। মুহূর্তেই তাই বাঁধভাঙা আনন্দে মাতে সমর্থকরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল প্রচণ্ড শক্তি দেখিয়েই জয় লাভ করেছে বলে মনে করেন ভক্তরা। খেলা শেষ হতে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে ব্রাজিলের সমর্থকরা। বের করে আনন্দ মিছিল। যেখানে ছিলো প্রিয় দলের বন্দনার স্লোগান।
Piash/Bodiar