নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের এক বছর আগে নির্বাচন কমিশনে অচলবস্থা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা, ইসির বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ বন্ধসহ বেশ কিছু দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কাছে এজন্য চিঠি দিয়েছেন তারা।
আগামী রোববারের মধ্যে এসব বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ৫ই ডিসেম্বর কালো ব্যাচ ধারণ ও ৮ই ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালন করবে ইসি সচিবালয়সহ সরাদেশের ৫শ’ ৯৬টি অফিসের কর্মকর্তারা।
যোগ্য কর্মকর্তা নির্বাচন কমিশনে থাকলেও গত সপ্তাহে অন্য বিভাগের কয়েকজন কর্মকর্তাকে প্রেষণে ইসিতে নিয়োগ দেয়া হয়। এ নিয়ে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
KFA/shimul