বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় শামীম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল (২৯শে নভেম্বর) মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতরাতে বাঁশবাড়িয়া এলাকায় শামীম হাওলাদারকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
Nishat/sharif