সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারত

প্রকাশিত: ৩০-১১-২০২২ ২১:৫১

আপডেট: ৩০-১১-২০২২ ২১:৫১

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রোহিত শর্মা-বিরাট কোহলিদের। 

ঢাকায় পা রাখার পর দোসরা ডিসেম্বর দুপুরে প্রথম অনুশীলন করবে ভারতীয়রা। আগামী চৌঠা ডিসেম্বর মিরপুরের ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৭ই ডিসেম্বর একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। 

আর ১০ই নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ই ডিসেম্বর শুরু হবে টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

 

Saju/shimul