রাজশাহীর ৮ জেলায় চলছে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০১-১২-২০২২ ০৮:২৮

আপডেট: ০২-১২-২০২২ ১০:৪৬

ডেস্ক প্রতিবেদন: রাজশাহী বিভাগের আট জেলায় বৃহস্পতিবার (পহেলা ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ফলে সড়কপথে ঐ আট জেলার সাথে রাজধানীসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজশাহীতে শনিবার তাদের বিভাগীয় সমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

মহাসড়কে অবৈধ যানচলাচল বন্ধ ও জ্বালানি তেলের দাম কমানোসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ভোর থেকে রাজশাহী জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি, ঢুকতেও দেখা যায়নি। 

ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে নাটোর থেকে বিভিন্ন রুটের বাস চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরী প্রয়োজনে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।  

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও কোন বাস ছেড়ে যায়নি। অনেকেই টার্মিনালে এসে অপেক্ষা শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

সিরাজগঞ্জ থেকে রাজশাহী রুটের সকল বাস বন্ধ রয়েছে। তবে, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঢাকাগামী দূরপাল্লার বাসও চলছে। 

পরিবহন মালিক সমিতির নেতারা জানালেন, ১০ দফা দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। তবে দাবির পক্ষে আশ্বাস পেলে প্রত্যাহার করবেন তারা। 

এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজশাহীতে আগামী শনিবার তাদের সমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে অন্যান্য জায়গার মতো রাজশাহীতেও সফল সমাবেশ অনুষ্ঠিত হবে। 

Mustafiz/sharif