ঠাকুরগাঁও সংবাদদাতা: শীতের শুরুতে উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রতিদিন সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন কয়েকশ রোগী। অতিরিক্ত রোগীর চাপে কাক্সিক্ষত সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের সঠিক পরামর্শ ও চিকিৎসা দেয়া হচ্ছে।
উত্তরে শীতের আগমনী বার্তা এসে গেছে। বিশেষ করে সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসতে শুরু করেছে শীত। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, ঠাণ্ডাজ্বর, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। ১০০ শয্যা বিশিষ্ট পঞ্চগড় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ১৪টি। অথচ প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসছে ২শ থেকে ৩শ রোগী।
চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগীকেই প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়ার পর ছেড়ে দেয়া হচ্ছে। যাদের বেশি সমস্যা হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিভিন্ন ওষুধের সরবরাহও পর্যাপ্ত রয়েছে। শিশুদের যাতে ঠাণ্ডা না লাগে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই চিকিৎসক।
MNU/sharif