আন্তর্জাতিক ডেস্ক: চীনের দু'টি শহরে করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে গুয়াংঝু ও চংকিংয়ে চীনা প্রশাসন বিধিনিষেধ তুলে নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা আরও জানায়, চীনজুড়ে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভের মুখে এই দুটি শহরে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। একই সাথে দু'টি শহরে করোনা শনাক্তে গণহারে পিসিআর টেস্টও বন্ধ করে দেয়া হয়েছে। তবে বিধিনিষেধ তুলে নেয়া হলেও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
গত ১৮ই নভেম্বর চীনের জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের পর ‘শূন্য কোভিড’ নীতির কঠোর বিধিনিষেধকে দায়ী করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। সেই সাথে চলে সহিংসতার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি বাহিনীর গ্রেফতার অভিযান সেই অসন্তোষ আরও বাড়িয়ে তোলে।
FR/sharif