ভারতে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন

প্রকাশিত: ০১-১২-২০২২ ১৪:১৯

আপডেট: ০১-১২-২০২২ ১৪:১৯

আন্তর্জাতিক ডেস্ক: গণ ছাঁটাইয়ের পরে এবার ভারতে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। খরচ কমানোর অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: রয়টার্স

এর আগে অ্যামাজন ভারতে ফুড এবং ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেয়। তাদের ঘোষণা অনুযায়ী,  চলতি বছরের শেষ নাগাদ ফুড এবং ২০২৩ সালের আগস্টে অ্যামাজন একাডেমি অপারেশন নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। 

একটি গণমাধ্যম বিবৃতিতে অ্যামাজন নিশ্চিত করেছে যে, তারা বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবে অ্যামাজন ডিস্ট্রিবিউশন, তাদের পাইকারি ই-কমার্স বিভাগ বন্ধ করবে।

এতোদিন ভারতের তিনটি বড় শহরে অ্যামাজনের পাইকারি ব্যবসা পরিচালিত হয়ে আসছিল। শহরগুলো হলো বেঙ্গালুরু, মাইসুরু এবং হুবলি। ছোট ব্যবসায়ীদের সহায়তায় দোকানে সরাসরি পণ্য বিতরণ করা হতো। 

Adnan/sharif