খুলনায় দু’পুলিশ সদস্য হত্যা মামলায় সব আসামি খালাস

প্রকাশিত: ০১-১২-২০২২ ১৮:১০

আপডেট: ০১-১২-২০২২ ১৮:১০

খুলনা সংবাদদাতা: খুলনা নগরীতে দুর্বৃৃত্তের হামলায় নিহত দুই পুলিশ সদস্যকে হত্যা মামলায় ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (পহেলা ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। 

খালাসপ্রাপ্ত হলেন, আব্দুর রশিদ মালিথা তপন, মিলন, কামাল, বিপ্লব, শেখ শাহাদাৎ হোসেন রাজু, আসাদুজ্জামান টিপু, একরাম হোসেন ও রফিকুল ইসলাম মিল্টন। এর আগে এই মামলার দুইজন ক্রস ফায়ারে নিহত হন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল হোসেন জানান, ২০০৩ সালের ৩ই মার্চ নগরীর সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের উপর দুর্বৃৃত্তরা বোমা নিক্ষেপ করে। এ সময়ে তিনজন পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আহত তিনজনের মধ্যে দু’জন পুলিশ সদস্য শরীফুল ইসলাম ও রমেশ চন্দ্র মারা যান। 

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা দায়ের করেন। মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। সর্বশেষ আদালত এ রায় প্রদান করলো।

 

Nishat/Bodiar