যুক্তরাষ্ট্রে আরএসভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা

প্রকাশিত: ০১-১২-২০২২ ২০:১৬

আপডেট: ০১-১২-২০২২ ২০:১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বাড়ছে শিশুদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা। সবচেয়ে ঝুঁকিতে নবজাতকরা। রেসপাইরেটরি সিনশিয়াল- আরএসভি ভাইরাসের সংক্রমণের কারণে এই এ সমস্যা বাড়ছে বলে জনিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 

চিকিৎসকরা বলছেন, ফুসফুসজনিত এই ভাইরাসটি যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ হাসপাতালেই ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা করতে হিমিশিম খেতে হচ্ছে তাদের। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। যার প্রভাবে রেসপাইরেটরি সিনশিয়াল ভাইরাসে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।

প্রভিডেন্স মিশন হসপিটালের কো-ডিরেক্টর ড. জিম কেয়ানি বলেন, আরএসভি মূলত বিভিন্ন বয়সের ওপর আলাদা প্রভাব ফেলে। ইমিউন সিস্টেমের ওপরও নির্ভর করে। এ বছর শিশুরা বেশি দুর্বল হয়ে পড়ছে। বাইরে যাওয়ায় সুযোগ না পাওয়ায় সঠিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি।

এ অবস্থায় সরকারকে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য সতর্কতা জারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তার ঠেকাতে করোনাকালীন সময়ের মতো সাবধান থাকার পরামর্শও দিয়েছেন। 

 

SAI/Bodiar