চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া ১১ মাস বয়সী শিশুকন্যা শার্মিলাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।
তিনি জানান, গত ২১শে নভেম্বর শিশু শার্মিলার মা ফাতেমা খাতুন চট্টগ্রামে আসলে কাউসার হোসেন নামের এক ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকার কেরানীগঞ্জে এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় তিনজনকে।
Sumyia/shimul