শান্তি চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

প্রকাশিত: ০২-১২-২০২২ ১৯:৫৮

আপডেট: ০২-১২-২০২২ ২১:১৭

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর উপলক্ষে দেশজুড়ে ছিল নানা আয়োজন। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলোচনা সভায় শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এব্যাপারে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। 

এদিকে, রাজধানীতে আরেক আলোচনা সভায়, পার্বত্য চট্টগ্রামের সংকটের জন্য জিয়াউর রহমানের নেয়া পদক্ষেপকে দায়ী করেন আলোচকরা। 

অন্যদিকে, শান্তি চুক্তির বর্ষপূর্তিতে পার্বত্য জেলাগুলোয় শোভাযাত্রা বের করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। এসময় বক্তারা বলেন, শান্তি চুক্তির পর অবকাঠামো উন্নয়ন হলেও, ভূমি সমস্যার সমাধান হয়নি। তাই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের তাগিদ দিলেন তারা। 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের অধিকারের সনদ হিসেবে শন্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘ পঁচিশ বছরেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিকে, সকালে, রাজধানীর সিরডাপে আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সকল অপরাধীকে জড়ো করে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। পাহাড়কে তারাই অশান্ত করেছে।  

অন্যদিকে, ‘সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। 

 

FM/Bodiar