ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবলে ‘এইচ’ গ্রুপ থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে পতুর্গাল ও দক্ষিণ কোরিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে বাাঁচা-মরার লড়ায়ে পতুর্গালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার। আর তাতেই ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে এশিয়ার দলটি।
আর দক্ষিণ কোরিয়ার সাথে হেরেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। প্রথমার্ধের পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন রিকার্ডো হোর্তা । আর দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেন কিম ইয়ং ও হওয়াং।
অন্যদিকে, আল জানুব স্টেডিয়ামে ঘানাকে ২-০ গোলে হারিয়েও দ্বিতীয় পর্বে যেতে পারেনি উরুগুয়ে।
AR/shimul