ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত: ০৪-১২-২০২২ ১৩:৫৪

আপডেট: ০৪-১২-২০২২ ১৩:৫৪

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতির মাধ্যমে নিয়োগ হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

আজ রোববার (৪ ডিসেম্বর) আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।

সুমন বলেন, ২০০৯ সালে নিয়োগ পরীক্ষায় ঘষা মাজা ও জালিয়াতি করে তাকসিম এ খানকে নিয়োগ দেয়া হয়। এমডি পদে নিয়োগের জন্য ২০ বছরের অভিজ্ঞতা থাকার কথা থাকলেও কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা স্বত্বেও তাকে নিয়োগ দেয়া হয়। সে কারণে নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত চাওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে গত ১৩ বছরে কী পরিমাণ বেতন-বোনাস ও টিএডিএসহ অন্যান্য সুবিধা দেয়া হয়েছে, সে তথ্য জানতে চান হাইকোর্ট।  

একই বছর ২৪ আগস্ট তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতনও। সবশেষ করোনা মহামারির মধ্যে এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয়েছে পৌনে ২ লাখ টাকা। এ বৃদ্ধির পর ওয়াসার এমডি হিসেবে তার মাসিক বেতন দাঁড়িয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকা।

EHM/shimul