কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ (৫ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে জনতা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মারা যায়। নিহত যাত্রী পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।
Priyonty/sat