নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর রায়পুরায় কলাবাগান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ই ডিসেম্বর) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা জমিতে ধান ক্ষেতে যাওয়ার সময় কলাবাগানের মধ্যে দুইটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও হত্যা করে মরদেহ দুটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাদের পরিচয় জানা যাবে।
Nishat/sat