ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধে দুর্ভোগ

প্রকাশিত: ০৬-১২-২০২২ ০৮:৩৭

আপডেট: ০৬-১২-২০২২ ০৯:২৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন এই এলাকার নিম্ন আয়ের মানুষ। রেলওয়ের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে নতুন রেল লাইন বসানোর কাজ চলছে। এই কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ১৮টি ট্রেনে ১০থেকে১২ হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি আলাদা রেল লাইন নির্মাণকাজ চলায় পথটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

যাত্রীরা জানান, কম ভাড়ার সুবিধার জন্য তারা ট্রেনে যাতায়াত করেন। এখন ট্রেন বন্ধ থাকায় তাদের যাতায়াতে সমস্যা ও ভোগান্তি হচ্ছে। আর ট্রেন বন্ধ থাকায় বাসে বাড়তি চাপ পড়েছে বলে জানালেন পরিবহন শ্রমিকরা।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

lamia/sharif