ফতুল্লায় দু'গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০৬-১২-২০২২ ০৯:১৪

আপডেট: ০৬-১২-২০২২ ০৯:১৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় নুরুনবী নামে আরও একজন আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদক সেবন করে। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তাদের মাদক সেবনে বাধা দিলে দু'গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুননবী ও মামুনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাইফুল গ্রুপের লোকজন। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে তাদের নারায়ণগঞ্জ ৩শ' শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন ও নুরুনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Mustafiz/sharif