গুজরাটে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি

প্রকাশিত: ০৬-১২-২০২২ ১১:১৬

আপডেট: ০৬-১২-২০২২ ১১:১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দল বিজেপি। হতে পারে, দুই দশকের মধ্যে গুজরাটে এটিই বিজেপির সবচেয়ে বড় জয়। এছাড়া হিমাচল প্রদেশেও জয় পেতে যাচ্ছে তারা। গত দোসরা থেকে ৫ই ডিসেম্বর হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের সূত্র ধরে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানাচ্ছে, গুজরাটের বিধানসভার মোট আসন ১৮২টি। এর মধ্যে বিজেপি পাবে ১৩২টি আসন। কংগ্রেস পাবে ৩৮টি আসন। অপরদিকে এএপি ( আম আদমি পার্টি) আটটি আসনে জয় পেতে পারে। 

এর আগে (২০১৭ সালে) গুজরাটের বিধানসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়েছিল বিজেপি। সেবার কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। অন্যদিকে দেশটির হিমাচল প্রদেশে ৬৮টি আসনের মধ্যে ৩৫টি আসন বিজেপি পেতে পারে। এখানে কংগ্রেস পেতে পারে ২৯টি আসন। 

তবে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে বিজেপি সুবিধা করতে পারেনি। এখানে জয় পাওয়ার পথে রয়েছে অরভিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এনডিটিভি এর তথ্য অনুযায়ী, দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পাটি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে। এখানে বিজেপি বড়জোর তৃতীয় হতে পারে।

আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশের বিধান সভার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। বুধবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফলাফল প্রকাশিত হতে পারে।  

উল্লেখ্য ২০০২ সালের ২৭শে ফেব্রুয়ারি ভারতের গুজরাট রাজ্যের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের ইতিহাসের সবচাইতে বড় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। যাতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়। এর পরে গুজরাটে বিজেপি কখনোই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

Adnan/sharif