নাটোর সংবাদদাতা : নাটোর সদরের লেঙ্গুরিয়া এলাকায় র্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে পলাশ এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। আজ (০৬ই ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেনের নেতৃত্বে গতকাল (৫ই ডিসেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়।
এসময় পলিথিন গুদাম থেকে দশ হাজার ৭শ' ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। সাথে ভ্রাম্যমান আদালতে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার।
জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
Priyonty/sharif