প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৬-১২-২০২২ ২১:৫৬

আপডেট: ০৬-১২-২০২২ ২১:৫৬

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার পরিবারের সদস্যদের মারধরে সোহাগ আহমেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে মৃত্যু হয় সোহাগের। এঘটনায় প্রেমিকার বাবা সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সোহাগ আহমদে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। সে এলাকায় তাঁত শ্রমীকের কাজ করতো।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার সোহাগ আহমেদের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা হাবিবুর রহমান ও ভাই সুজন মিয়া গত ২১শে নভেম্বর সকালে প্রেমিক সোহাগ আহমেদের বাড়িতে গিয়ে তাকে বেধম মারধর করে। কিন্তু ওই দিন বিকেলেই প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মেয়ের বাবার অনুরোধে পালিয়ে যাওয়ার দুইদিন পর গত ২৩শে নভেম্বর তারা বাড়ি ফিরে আসে। 

পরদিন ২৪শে নভেম্বর মেয়ের বাড়িতে ডেকে নিয়ে সোহাগকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহত সেহাগের বাবা আখের আলী জানান, মেয়ের পরিবারের লোকজনের মারধরের কারনেই তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। 

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের দাদী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার বাবা সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।

 

MBK/shimul