নিজস্ব প্রতিবেদক: ২৪০ কোটিরও বেশি টাকা বিদেশে পাচারের মামলায় হাইকোর্টের আদেশ অমান্য করায় আসামি আবু আহমেদকে গ্রেফতারের নির্দেশ ও বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক আদালতে আত্মসমর্পণ করলেও ৯ মাস ধরে নানা অজুহাতে সময় ক্ষেপণের কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই তথ্য গোপন করে আবারও হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট।
আবু আহমেদ যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য ব্যবস্থা নিতেও বলা হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। ২০২০ সালের ১৮ই মার্চ তার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
EHM/shimul