রাকিব হোসেন: ছোটখাটো ঘটনা নিয়ে বড় অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। ঢাকা ও বড় শহরগুলোর পাড়া-মহল্লায় কিশোরদের দল তৈরি হয়েছে। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে তারা মারামারি এমনকি খুনখারাপিতে জড়াচ্ছে। এমন কিশোর গ্যাং এর সদস্যদের তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শহরের পাড়া-মহল্লা কিশোরদের এমন আড্ডা থেকে শুরু গ্যাং কালচারের। কখনও কখনও রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতাদের সমর্থন পেয়ে বেপরোয়া হয়ে ওঠে এরা। ছোট ছোট অপরাধ থেকে শুরু করে হত্যাকান্ড, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি, ও মাদক কারবারেও জড়িয়ে পড়ছে এই কিশোররা গ্যাং এর সদস্যরা।
রাজধানীর মোহাম্মদপুর, খিলগাঁও, মুগদা, মিরপুর ও উত্তরা এলাকায় নানা অপরাধে জড়িয়ে আলোচনায় এসেছে কয়েকটি কিশোর দল। সবশেষ গত ৩১শে অক্টোবর মুগদার মান্ডা এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হন এক কিশোর। ঢাকায় যেসব কিশোর দল সক্রিয় আছে তাদের সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) খন্দকার আল মঈন।
মোবাইল ফোনে আসক্তি, মাদক গ্রহণ, অশিক্ষা আর দারিদ্রতা থেকেই কিশোররা অপরাধে জড়াচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান। অপরাধ থেকে কিশোরদের দূরে রাখতে পরিবার ও সমাজের সক্রিয় সহযোগিতা চেয়েছে তারা।
সময়ের সাথে সাথে রাজধানীতে কিশোর গ্যাং এর আধিপত্য বাড়ছে, এতে ভয়াবহ আতঙ্ক তৈরি হচ্ছে নগরবাসীর মনে। এখনই সময় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের, নয়তো সামনে খারাপ পরিস্থিতি তৈরির আশঙ্কা সচেতন মহলের।
Rakib/shimul