
রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় গভীর রাতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।
কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি। আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন