রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শান্ত ধানমন্ডি ৩২ নম্বর 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা থাকলে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।

মঙ্গলবার সকাল ১০টার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় থাকতে দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের সড়কে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনো বিক্ষোভকারী দেখা যায়নি। সোমবার দিন ভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থক দাবি করা ছাত্র-জনতা। পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত অবধি চলে সেই উত্তেজনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ ফেরানো হয়েছে
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ ফেরানো হয়েছে
শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান