রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শ্রমজীবীদের দক্ষতা উন্নয়নে এফওয়াইপি'র বিশেষ কমিউনিটি ওয়ার্কশপ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

বিজয়ের মাসে শ্রমজীবী মানুষের দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে সিরিজ কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করেছে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মোহাম্মদপুরের বছিলা এলাকায় মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ড. রমিত আজাদ।

এসময় এফওয়াইপি'র কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম হিরনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক অবস্থা এবং দৈনন্দিন সমস্যার খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তাদের দক্ষতা উন্নয়নের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এফওয়াইপি জানিয়েছে, সংগঠনটির লক্ষ্য— সমাজে টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং ইতিবাচক পরিবর্তন আনা। বিজয়ের মাসজুড়ে তারা শ্রমজীবী মানুষের ক্ষমতায়নে প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য আরও কয়েকটি কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আবারও সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার
আবারও সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার
আজকের স্বর্ণের দাম: ৭ ডিসেম্বর ২০২৫
আজকের স্বর্ণের দাম: ৭ ডিসেম্বর ২০২৫
হিলি স্থলবন্দরে বেড়েছে চালের দাম
ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত / হিলি স্থলবন্দরে বেড়েছে চালের দাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি সরকারের
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি সরকারের