
নিত্যপণ্য পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে এবং প্রতি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।
আজ শনিবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই কেবল পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।
ডিসেম্বরে গত কয়েক বছর ধরেই অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। এবারও দেশের বেশির ভাগ বাজারে সরবরাহ কমার কারণ দেখিয়ে পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। মাত্র তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছিল, যা এখন বেড়ে ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন পাওয়া মুড়িকাটা পেঁয়াজও ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন