রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিশ্বমঞ্চে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

‘পপসম্রাটের’ প্রয়াণের পর থমকে গিয়েছিল ‘উচ্চারণ’। চৌদ্দ বছর পর আবারও অনুশীলনের ঘরে বাজছে ‘উচ্চারণ’ ব্যান্ডের সুর। সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশের কিংবদন্তি পপ সম্রাট আজম খানের ব্যান্ড এবার আন্তর্জাতিক মঞ্চে হাজির হচ্ছে।

আজম খানের পরিবার, উচ্চারণের সদস্য ও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি সই হয়। এই চুক্তির ফলে আজম খানের নাম, ছবি ও সৃষ্টির সার্বিক কপিরাইট তাঁর পরিবারের অধীনে থাকবে। ব্যান্ড উচ্চারণ তাঁর জনপ্রিয় সব গান পরিবেশন ও প্রচারে দায়িত্ব পালন করবে, আর কনসার্টসহ সব বাণিজ্যিক ও রয়্যালটি সংক্রান্ত কাজ পরিচালনা করবে কুল এক্সপোজার।

‘উচ্চারণ’ ব্যান্ডের নতুন লাইনআপে রয়েছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পিয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। একদল অভিজ্ঞ সংগীতশিল্পী আবারও এক হয়েছেন ‘উচ্চারণকে’ নতুনভাবে মঞ্চে আনতে। ছয় সদস্যের এই দল প্রায় ১৫টি গান প্রস্তুতও করেছেন।

নতুন ‘উচ্চারণের’ লিড গিটারিস্ট পার্থ মজুমদারের বলছেন, “শুরুও তো ওইখান থেকেই, জীবনের শেষ সময়ে আবার উচ্চারণে ফিরছি এটা আনন্দের।”

‘গুরুর’র গানগুলো যেন নিখুঁত হয়ে উঠে, সেজন্য তিন মাসেরও বেশি সময় ধরে চলছে তাদের অনুশীলন। খুব শিগগিরই দেশ-বিদেশ ও টেলিভিশনের মঞ্চে পাওয়া যাবে আজম খানের ‘উচ্চারণ'কে।

পরিবারের পক্ষ থেকে স্বাক্ষর করেন আজম খানের কন্যা অরণী খান, ‘উচ্চারণের প্রধান দুলাল জোহা এবং কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিঙ্কু। ব্যান্ড নেতা দুলাল জোহা বলেন, আজম খানের সংগীত বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে এটি এক নতুন সূচনা। আমরা তাঁর গানগুলো আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরতে চাই।’

মুক্তিযুদ্ধের পর নীলু, সাদেক ও মনসুরকে নিয়ে আজম খান ‘উচ্চারণ’ ব্যান্ডের যাত্রা শুরু করেন ১৯৭২ সালে। একই বছর বিটিভিতে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কলেমা সাক্ষী দেবে’ গান দুটি প্রচারের পর দ্রুত জনপ্রিয়তা পান। এরপর দীর্ঘদিন ব্যান্ডটি দেশীয় সংগীত জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১১ সালের ৫ জুন আজম খানের মৃত্যুতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ ১৪ বছর পর গত ২২ জুন তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গুরু রিলোডেড’ শিরোনামে একটি অনুষ্ঠানে উচ্চারণ আবার মঞ্চে পারফর্ম করে এবং সেখান থেকেই নতুন করে পথচলার ঘোষণা আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!