রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সিনেমায় বিজরী বরকতউল্লাহ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহ জানিয়েছেন, তিনি সম্প্রতি একটি সিনেমায় অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করলেও সিনেমার টিমের নির্দেশনায় আপাতত এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছেন না তিনি। তবে চরিত্রটি তার ভীষণ পছন্দ হয়েছে এবং সিনেমাটি নিয়ে তিনি দারুণ আশাবাদী বলেও জানান।

এদিকে আজ শনিবার বিজরী বরকতউল্লাহর জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল তার স্বামী, জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। সেখানেই দিনার বিশেষ আয়োজন করেছেন বিজরীর জন্মদিন উদযাপনের জন্য। জন্মদিন শেষে দম্পতি নিজেদের মতো সময় কাটিয়ে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন।

বিজরী বলেন, “এরইমধ্যে আমি একটি সিনেমাতেও অভিনয় করেছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি, আর এর জন্য পুরোটা ক্রেডিটই দিনারের।”

মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়ান বিজরী। ১৯৮৮ সালে ক্লাস সিক্সে পড়ার সময় নাট্যকার ও লেখক জাহানারা ইমামের আগ্রহে ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার ছোটপর্দায় অভিষেক। নাটকটি প্রযোজনা করেছিলেন তার বাবা বরকতউল্লাহ। নাটকের ‘ওহ বয়’ সংলাপটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!