রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বারী সিদ্দিকীর জন্মদিনে বিশেষ আয়োজন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম

প্রয়াত কিংবদন্তি গীতিকার, সুরকার, গায়ক ও বংশীবাদক বারী সিদ্দিকী। মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জন্য পরিচিত তিনি। তার গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের মুখে মুখে। বারী সিদ্দিকীর গান, সুর ও বাঁশির সুরে আজও শ্রোতারা বুঁদ হয়ে থাকেন। আজ এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। খ্যাতিমান এই শিল্পীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।

আগামী সোমবার বিকেল ৫টায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত এই শিল্পীর ৭১তম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ, গুণিজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ হায়দার খান, ব্যবস্থাপনা পরিচালক, ফিরোজ গ্রুপ। অনুষ্ঠান উদ্বোধন করবেন নূর নবী, পরিচালক, অতিথি গ্রুপ, বিশেষ অতিথি থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আরফাতুর রহমান আপেল, মো. জহিরুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, জ্যাকশন ফারুক, গীতিকার ইকবাল হায়দার, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. খান আসাদুজ্জামান, সম্পাদক ও প্রকাশন, দৈনিক বাংলাদেশ সমাচার, অনুষ্ঠানের উপস্থিত থাকবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, মুজিব পরদেশি, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, মনির বাউলা, রাজুমণ্ডল, পারভেজ খান, মুনিয়া মুন, গামছা পলাশ, শবনম মোস্তারী প্রিয়াঙ্কা, তামান্না হক, জুয়েল সরকার, প্রিন্স আলমগীরসহ অনেকে। ২৪ নভেম্বর ২০১৭ সালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!