রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চার দশকে বাংলাদেশ থিয়েটার, বর্ণাঢ্য উৎসব শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

সংগঠন হিসেবে চার দশকের যাত্রার শুভ লগ্নকে স্মরণীয় করে রাখতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নাট্য সংগঠন ‘বাংলাদেশ থিয়েটার’-এর তিন দিনব্যাপী উৎসব।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেগম সেলিমা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু আমানুল হক, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সাংস্কৃতিক সংগঠক রেজাউদ্দৌলা চৌধুরী, নাট্যকার নির্দেশক অভিনেতা আব্দুল হালিম আজিজ। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ থিয়েটারের প্রধান খন্দকার শাহ আলম। উদ্বোধনী আলোচনায় সভাপতিত্ব করেন অভিনেতা আব্দুল আজিজ।

প্রধান অতিথি বেগম সেলিমা রহমান বলেন, ‘বাংলাদেশী সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।’

বাংলাদেশ থিয়েটারের আয়োজনে উপস্থিত হয়ে ১৭ বছর পর জাতীয় নাট্যশালার এ অনুষ্ঠানে এসে আনন্দ প্রকাশ করেন তিনি। পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজন করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং বিদ্যালয়ে থেকে সাংস্কৃতিক শিক্ষক ও শরীরচর্চার শিক্ষক বাতিল করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করবার দাবি জানান বেগম সেলিমা রহমান।

স্বাগত বক্তব্যে খন্দকার শাহ আলম বলেন, ‘শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই বিজয়ী হবে না। বরং বিজয়ী হবে শিল্পীরা এবং টিকে থাকবে সংস্কৃতি। বিশেষ করে যাত্রা শিল্পীদের যাত্রা করবার অধিকার সীমিত করা হয়েছে। নানারকম প্রশাসনিক কারণে যাত্রা পালা বন্ধ প্রায়। সারাদেশে সাংস্কৃতিক চর্চা সীমিত হয়ে পড়েছে। সরকারকে দ্রুততম সময়ে এই সকল সংকট দূর করতে হবে।’

বাংলাদেশ থিয়েটারের তিন দিনের অনুষ্ঠানমালায় প্রথম দিন রয়েছে জনপ্রিয় হাসির নাটক ‘সী-মোরগ’-এর ৩০৬তম প্রদর্শনী। দ্বিতীয় দিন রয়েছে খন্দকার শাহ আলমের একক অভিনয়ে নাটক "আমি" এবং তৃতীয় দিন রয়েছে আমন্ত্রিত দল দৃষ্টিপাতের নাটক বুড়ো ভূতের গপ্পো।

উদ্বোধনী দিনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সূচনা করা হয়। এছাড়াও উৎসবে ঢাকার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা। মিলনায়তন মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনূর্ধ্ব ১০ মিনিটের উপস্থাপনা নিয়ে আয়োজন করা হয় মঞ্চ মেলা। মিলনায়তনের বাইরে প্রতিদিন বিকেল চারটা থেকে মুক্তমঞ্চে থাকছে নাচ গান আবৃত্তি ও নাট্যাংশ এবং সংগীত পরিবেশনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!