রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিকিনি না পরলে জিততে পারবো না: মিথিলা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ শিরোপা জয়ের পর গত অক্টোবরের শেষ দিকে তিনি থাইল্যান্ডে পৌঁছান বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার জন্য। কিন্তু দেশ থেকে তার পোশাক-বিশেষ করে বিকিনি নিয়ে চলমান সমালোচনা তাকে বেশ হতাশ করেছে।

থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, আন্তর্জাতিক মানের এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি অত্যন্ত কঠিন। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, প্রশিক্ষণ-সব মিলিয়ে এক বিশাল চ্যালেঞ্জ তাকে মোকাবিলা করতে হচ্ছে। তাই দেশের মানুষই যখন তাকে সমালোচনা করেন, তখন সেটি ব্যক্তিগতভাবে কষ্ট দেয়।

তিনি বলেন, ‘বিদেশিরা ট্রল করলে সমস্যা নেই। কিন্তু নিজের দেশের মানুষ তো দেখছে আমি কতটা চেষ্টা করছি। এত কিছু শিখে, এত পরিশ্রম করে যদি নিজের দেশের কাছ থেকে প্রশংসা না পাই-এটাই সবচেয়ে কষ্টের।’

বিকিনি নিয়ে বিতর্কের জবাবে মিথিলা স্পষ্টভাবে বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, টপ থার্টিতে যাওয়া সম্ভব না। আপনারা চান আমি জিতি-তাহলে এই নিয়ম মেনে চলতে হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই; এখানে বিষয় হলো প্রতিযোগিতার কাঠামো।’

তার মতে, মিস ইউনিভার্সের মতো বিশাল প্রতিযোগিতায় সবাইই অত্যন্ত দক্ষ ও প্রস্তুত। তাই তাদের সঙ্গে পাল্লা দিতে হলে কেবল পরিশ্রম নয়, দেশের সমর্থনও জরুরি।

মিথিলা বলেন, ‘এখানে সবাই ভালো। প্রতিযোগিতা কঠিন। এগোতে হলে আমাকে সেরাটাই দিতে হবে-আর আমার দেশের মানুষকেও আমার পাশে দাঁড়াতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!