রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

রুনা লায়লা এবার কোক স্টুডিও বাংলায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার অন্যতম জনপ্রিয় গান 'দমা দম মাস্ত কালান্দার' নতুন সংগীতায়োজনে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়। রোববার গানটি প্রকাশ পায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

'দমা দম মাস্ত কালান্দার' কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে সবশেষ গত ২৪ অক্টোবর প্ল্যাটফর্মটিতে রক শিল্পী তানজীর তুহিনের গলায় 'ক্যাফে' শিরোনামের গানটি প্রকাশিত হয়েছিল। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে রুনা লায়লার অংশগ্রহণের গুঞ্জন চলছিল কয়েক মাস ধরেই। গত বছর তিনি নিজে একটি গান রেকর্ড করার কথা জানালেও সে সময় গানের নাম প্রকাশ করেননি। এরপর থেকেই জল্পনা আরও তীব্র হয়।

জানা যায়, গানটির রেকর্ডিং বেশ আগেই সম্পন্ন হয়েছিল। তবে কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর স্থগিত থাকায় প্রকাশে বিলম্ব হয়েছে। দুই বছর আগে কলকাতায় এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা কোক স্টুডিওর টিমের সঙ্গে এই গান পরিবেশন করেছিলেন। সেই আয়োজনে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভসহ অনেকে।

গানটি প্রকাশ উপলক্ষে রুনা লায়লা বলেন, 'গানটি আমি বহু বছর ধরেই গাইছি। কিন্তু এর জনপ্রিয়তার কারণে অন্য শিল্পীরাও এটি পরিবেশন করেন। তারা হয়তো নিজেদের ঢঙে উপস্থাপন করেন। তবে আমি ঠিক সেভাবেই পরিবেশন করেছি, যেভাবে শুরু থেকে সবসময় করে এসেছি।' তিনি আরও যোগ করেন, 'আমি কোক স্টুডিওর জন্য গানটি অনেক আগেই রেকর্ড করেছিলাম। কিন্তু সম্ভবত চ্যানেলটির কার্যক্রম এতদিন কিছুটা অনিয়মিত ছিল। অবশেষে গানটি প্রকাশিত হওয়ায় আমি বেশ আনন্দিত।'

আজ ১৭ নভেম্বর ৭৩ বছরে পা রাখলেন রুনা লায়লা। জন্মদিনের ঠিক আগমুহূর্তে শ্রোতাদের জন্য এই সংগীত–উপহার। 'আমি আশা করি শ্রোতারা আমার গাওয়া এই জনপ্রিয় গানটি আবারও নতুন আঙ্গিকে উপভোগ করতে পারবেন', বলেন রুনা। উল্লেখ্য, দীর্ঘ ৬০ বছরের গৌরবময় সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন রুনা লায়লা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!