
সাধারণত হিন্দি চলচ্চিত্র জগতে যা দেখা যায় না তেমন এক সাহসী পদক্ষেপ গ্রহণ করে হইচই ফেলে দিয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট এবং ট্রিগার-হ্যাপি স্টুডিওস প্রযোজিত ছবি ‘১২০ বাহাদুর’। ছবিটির আনুষ্ঠানিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ২১ নভেম্বর, ২০২৫-এ। কিন্তু তার তিন দিন আগেই ১৮ নভেম্বর, ২০২৫, মঙ্গলবার ভারতের নির্বাচিত সিনেমা হলগুলিতে বিশেষ পেইড প্রিভিউয়ের ব্যবস্থা করেছেন নির্মাতারা।
এই অগ্রিম স্ক্রিনিংয়ের দিনটি নির্বাচন করা হয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণে। এটি ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের অন্যতম বীরগাথা রেজাং লা-এর যুদ্ধের ৬৩তম বার্ষিকীর সঙ্গে মিলে যায়। এই যুদ্ধই ‘১২০ বাহাদুর’ ছবির মূল অনুপ্রেরণা। এই পদক্ষেপের মাধ্যমে ছবিটি সেই বিরল হিন্দি চলচ্চিত্রগুলির তালিকায় যুক্ত হল, যা মুক্তির বহু আগে দর্শকদের জন্য অগ্রিম পেইড প্রিভিউয়ের সুযোগ দেয়, যা নির্মাতাদের অত্যন্ত আত্মবিশ্বাস ও নিশ্চয়তা প্রকাশ করে।
প্রযোজনা সংস্থার বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগের উদ্দেশ্য দুটি। প্রথমত, এটি রেজাং লা-র সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই গুরুত্বপূর্ণ দিনে দর্শকরা যেন ছবির আবেগ, বিশাল কর্মযজ্ঞ এবং দেশপ্রেমিক উদ্দীপনা প্রথম অনুভব করতে পারেন, সেই সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, এটি হল দর্শকদের প্রতিক্রিয়ার একটি পরীক্ষা।
ছবিটির বিশাল প্রেক্ষাপট এবং উদ্দীপক বর্ণনা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব প্রিভিউ কৌশলটি এবার শিল্প মহলে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। ১৮ নভেম্বরের এই বিশেষ স্ক্রিনিং দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ইন্ডাস্ট্রি।
মন্তব্য করুন